সময় চলে যাচ্ছে
আমি খরচ হচ্ছি প্রতিদিন
তোর থেকে অনেক দুরে
আরো দুরে থাকতে চাই
নয়তো আবার তোকে
ভালোবেসে ফেলবো…।
নম্বর বদলেছি মুঠোফোনের
তোর স্বপ্নগুলো বৃক্ষ এখন
আমার লতাপাতা
তোর মেয়েকে বলিস-
সতেরো বছর পরে একদিন
পাবে রবি ঠাকুরের দেখা ।
সময় চলে যাচ্ছে
আমি খরচ হচ্ছি প্রতিদিন
তোর থেকে অনেক দুরে
আরো দুরে থাকতে চাই
নয়তো আবার তোকে
ভালোবেসে ফেলবো…।
নম্বর বদলেছি মুঠোফোনের
তোর স্বপ্নগুলো বৃক্ষ এখন
আমার লতাপাতা
তোর মেয়েকে বলিস-
সতেরো বছর পরে একদিন
পাবে রবি ঠাকুরের দেখা ।
সত্যি বলছি, আমরাও বিজ্ঞাপন পছন্দ করিনা! কিন্তু বিজ্ঞাপন এই ওয়েবসাইটকে বিনামূল্যে চালাতে সাহায্য করে!
দয়া করে অ্যাড ব্লকার বন্ধ করে পুনরায় লোড করুন।