Home / নতুন কবি / সঠিক মাপ- সুদেব ভট্টাচার্য

সঠিক মাপ- সুদেব ভট্টাচার্য

আমি ভীষণ নাক গলিয়ে ফেলি…
বুঝিনা,কতটা ঠিক আমার এক্তিয়ার ।
কোথায় সীমান্ত দেখতে পাই না আমি,
জলরঙে গুলে যায় হিসেবের পারাপার।

আমি আজো বুঝিনা সদর-পিছন,
তুমি কোথায় পুঁতে রেখেছ কাঁটাতার ।
জানি, দেগেছ দুর্ভেদ্য লক্ষণরেখা –
অনুপ্রবেশের কখনও দাওনি অধিকার।

তবু ভুলের পর ভুল জমে হয় পাহাড়
হয়ত ইতি টানার সঠিক মাপ ছিল
আজ মনে হয় সূর্পণখাই ছিল ভাল
সেও আমার মতই ভুল জমি মেপেছিল

যদি হাত বাড়িয়ে এক মুহূর্তও দিতে তুমি আস্কারা
পায়ের তলায় সর্ষে নিয়ে আমিও হতাম বাঞ্জারা

About কবিতা ককটেল

কবিতা ককটেল বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। নবীন ও প্রবীণ সকল লেখকের লেখাই এখানে প্রকাশ করা হয়। ২০১৪ সনে আত্মপ্রকাশ করে কবিতা ককটেল সকলের প্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন