Skip to content

সখী বাঁধলো ঝুলোনিয়া – কাজী নজরুল ইসলাম

[A]

কাজরী–কার্ফা

সখী বাঁধলো ঝুলোনিয়া।
নামিল মেঘলা বাদরিয়া॥
চল কদম তমাল তলে গাহি কাজরি।
চল লো গোরী শ্যামলিয়া॥
বাদল পরিরা নাচে গগন-আঙিনায়
রিমিঝিম রিমিঝিম বৃষ্টি-নূপুর পায়।
এ হিয়া মেঘ হেরিয়া ওঠে মাতিয়া॥
মেঘ বেনিতে বেঁধে বিজলি-জরিন ফিতা,
গাহিব দুলে দুলে শাওন-গীতি কবিতা
শুনিয়া বঁধুর বাঁশি বন-হরিণী চকিতা,
দয়িত-বুকে হব বাদল-রাতে দয়িতা,
কাজল, মাজি লহো আঁখিয়া॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।