Skip to content

বছর শেষের অ্যালবামে
চৈত্র এসে আজ থামে

ছোট্ট শহর, ঘুম-বাড়ি
বুকের তলায় রেলগাড়ি

ঝড় না ওঠা এক বছর
তোমায় মনে নেই তো ওর

একলা দুপুর দোকলা ট্রাম
আমিও তো ঠিক তাই ছিলাম

তাই ছিলাম বাস স্টপেজ
বিষ মেশানো রোদের তেজ
এখন সাজায় চৈত্র সেল

আটকে যাওয়া পাতালরেল…
বাদাম মুড়ির এক ঠোঙা…

রাত্রি জুড়ে চাঁদ তোমায়
ঠুকরে মারে। শুধুই মার…

তবুও তোমার নিউ ইয়ার
ঝড় ফেরতের সাহস পাক

পাল্টে দাঁড়াও হে বৈশাখ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।