Skip to content

শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘুর্ণিবায় – কাজী নজরুল ইসলাম

[A]

শুকনো পাতার নূপুর পায়ে

                      নাচিছে ঘুর্ণিবায়।

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল

                      ঢেউ তুলে সে যায়।।

দীঘির বুকের শতদল দলি,

ঝরায়ে বকুল চাঁপার কলি,

চঞ্চল ঝরনার জল ছলছলি

                      মাঠের পথে সে ধায়।।

বন-ফুল-আভরণ খুলিয়া ফেলিয়া,

আলুথালু এলোকেশ গগনে মেলিয়া

পাগলিনী নেচে যায় হেলিয়া-দুলিয়া

                      ধূলি-ধূসর কায়।।

ইরানি বালিকা যেন মরু–চারিণী

পল্লির প্রান্তর–বন মনোহারিণী

ছুটে আসে সহসা গৈরিক বরণী

                      বালুকার উড়ুনি গায়।।

শুকনো পাতার নূপুর পায়ে

                      নাচিছে ঘুর্ণিবায়।

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল

                      ঢেউ তুলে সে যায়।।

দীঘির বুকের শতদল দলি,

ঝরায়ে বকুল চাঁপার কলি,

চঞ্চল ঝরনার জল ছলছলি

                      মাঠের পথে সে ধায়।।

বন-ফুল-আভরণ খুলিয়া ফেলিয়া,

আলুথালু এলোকেশ গগনে মেলিয়া

পাগলিনী নেচে যায় হেলিয়া-দুলিয়া

                      ধূলি-ধূসর কায়।।

ইরানি বালিকা যেন মরু–চারিণী

পল্লির প্রান্তর–বন মনোহারিণী

ছুটে আসে সহসা গৈরিক বরণী

                      বালুকার উড়ুনি গায়।।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।