Skip to content

শীতের ভেতর লেপ-কাঁথা নেই। জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো…
গোপনে পাশ ফেরার আগে, বাঁ দিক বেয়ে আদর করো।
আদর করো কপাল জুড়ে, শরীর আমার ভাল্লাগে না।
হাত-পা খেলা অনেক হলো, এখন ওতে ‘রাত’ জাগে না।

শীতের শরীর ছাপোষা খুব, প্রেম সাজিয়ো নিম্নগামী-
শরীর দুটো মিশ খেতে চায়, আমার সংগে একলা আমি।
আদর করো, আদর করো, স্বল্প শীত-ই উষ্ণতাখোর।
লেপের নীচে বালিশ খেলায়, নীল হয়ে যায় একটা প্রহর…

শীত কাটেনা, গরম শহর, চায়ের আগে চুম্বন চাই ;
যাবজ্জীবন চাতক-গায়ে মিথ্যে, গোপন বাক্স সাজাই।
এখন চাদর ব্যাতিক্রমী, উলট-পুরাণ হতেও পারে-
মন, মানসিক অনেক হল, আদর মাখাও অন্য পারে…

আগুন আনো, আগুন আনো, শরীর জ্বালাও সবার আগে
শীতের ভেতর ঋণ থেকে যাক বিচ্ছিরি সব পোড়ার দাগে।
এখন লেপ-ই আকাশ আমার- সাজাও তারা, জোছনা বোনো-
ঘর বাড়ি নেই। যাবজ্জীবন বসত দিবি অন্য কোনো?

ঘর দোর নেই, বুকটা ছাড়া। শার্টের গন্ধ হারিয়ে গেলে,
আমিও উধাও অন্য গ্রহে, ইতস্ততঃ ঝিনুক পেলে।
শীতের ধোঁয়ায় ভুল করেছি, ভুল করছি মৃত্যু চিনে।
তুমিও আমায় ঠিক বোঝোনি, ঠিক বাঁধোনি শক্ত ঋণে…

ফাঁক রেখোনা, ফাঁক রেখোনা, চুম্বনে বিষ ঢালো।
নীল ছুঁই আর শরীর চেনাই- মিশলে ওটাও কালো(ই)।
নষ্ট হয়ে যাচ্ছি প্রভু, শীত সরিয়ে নাও…
বুকের ভেতর, মুখের ভেতর ব্যথার স্মৃতি দাও।

লেপের ভেতর বইছে নদী, পাশ ফিরেছি যেই-
নগ্নতাতে উথাল-পাথাল ‘দ্বিতীয় সুখ’ আর নেই।
পায়ের পাতায় আলাপচারী ওষ্ঠ এখন চাই…
দারুণ শীতে ভেতর ভেতর ‘নষ্ট’ বনে যাই।।

2 thoughts on “শীত – সৃজা ঘোষ”

  1. প্রাণবন্ত..!! কবির সাথে যোগাযোগ করতে চাই। ফেসবুক আইডি/মেইল অ্যাড্রেস / ফোন নাম্বার দরকার। > আমার ফেসবুক আইডি : Anto Azad.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Ads Blocker Image Powered by Code Help Pro

অ্যাড ব্লক পাওয়া গেছে!!

সত্যি বলছি, আমরাও বিজ্ঞাপন পছন্দ করিনা! কিন্তু বিজ্ঞাপন এই ওয়েবসাইটকে বিনামূল্যে চালাতে সাহায্য করে! 

দয়া করে অ্যাড ব্লকার বন্ধ করে পুনরায় লোড করুন।