আইস ট্রে তে কান্না জমে-
জমে যাওয়া কান্না চুষে,
দাঁতে ভেঙ্গে শিরশির শির,
কাঁচের গ্লাসে স্বচ্ছ জলে
দু’ তিন কিউব কান্না ফেলে-
জমাট বাধা শীতল অশ্রু
জুড়ায় যদি অগ্নিমান্দ্য।
এমনভাবে নির্বাপিত!
ভিতরটাকে জুড়িয়ে দিল
বরফ হওয়া কান্নাগুলো।
আইস ট্রে তে কান্না জমে-
জমে যাওয়া কান্না চুষে,
দাঁতে ভেঙ্গে শিরশির শির,
কাঁচের গ্লাসে স্বচ্ছ জলে
দু’ তিন কিউব কান্না ফেলে-
জমাট বাধা শীতল অশ্রু
জুড়ায় যদি অগ্নিমান্দ্য।
এমনভাবে নির্বাপিত!
ভিতরটাকে জুড়িয়ে দিল
বরফ হওয়া কান্নাগুলো।
সত্যি বলছি, আমরাও বিজ্ঞাপন পছন্দ করিনা! কিন্তু বিজ্ঞাপন এই ওয়েবসাইটকে বিনামূল্যে চালাতে সাহায্য করে!
দয়া করে অ্যাড ব্লকার বন্ধ করে পুনরায় লোড করুন।