Skip to content

রত্নাকর – স্বর্ণাভ

রাস্তায় পড়ে থাকা খই গুলো কে
বরফ মনে হয়েছিল ?
আমার তরফ থেকে ঠাণ্ডা যুদ্ধের আহবান
গিয়েছিল,
অস্পষ্ট হরফে ;
তার উদ্ধারকার্যের জন্যে
যে সময় ধার্য ছিল তা শেষ,
তবে একপেশে যুদ্ধের রেশ
এখনও আছে,
আছে প্রজন্ম তৈরির ছাঁচ
তবে এটাই কি শেষ আগুন এর আঁচ ?
নাকি ফিনিশিং টাচ এর দরকার আছে ?
হয়তো তুমি পোড়া ছাই এর মধ্যে থেকে
মাদক খোঁজার আশা ছাড়োনি,
কোনাকুনি সম্পর্কের পর্যায়সারনী দেখেও
হায় রে রত্নাকর,
তুমি এখনও বাল্মীকি হতে পারো নি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।