Skip to content

রঙ্গিলা আপনি রাধা তারে হোরির রং দিয়ো না – কাজী নজরুল ইসলাম

[A]

হোরি
কাফি–-সিন্ধু কাহারবা

রঙ্গিলা আপনি রাধা
তারে হোরির রং দিয়ো না।
ফাগুনের রানি যে, তায়,
আর ফাগে রাঙিয়ো না॥
রাঙা আবির-রাঙা ঠোঁটে
গালে ফাগের লালি ফোটে,
রং-সায়রে নেয়ে উঠে
অঙ্গে ঝরে রঙের সোনা॥
অনুরাগ-রাঙা মনে
রঙের খেলা ক্ষণে ক্ষণে,
অন্তরে যার রঙের লীলা
(তারে) বাহিরের রং লাগিয়ো না॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।