Skip to content

[A]

রেঙে উঠুক রঙিন খাতা
   নতুন হাতের নতুন লেখায়
মুখর হউক নিথর কানন
   নিত্য নূতন কুহু-কেকায়।
নিটোল আকাশ টোল খেয়ে যাক
   হাজার পাখির গানের দোলে,
লেখার কুসুম ফুটে উঠুক
   খাতার পাতার কোলে কোলে।
হাজার দেশের গানের পাখির
   হাজার রাঙা পালক ঝরে
রচে তুলুক অমর ঝাঁপি,
   দুলুক বীণাপাণির করে।
[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।