Skip to content

যে ছেলেটি বন্ধু নয় – শ্রীজাত

রাক্ষসেরা বন্ধু সেজে আসে।
পাহাড়চুড়ােয় থমকে থাকে হাওয়া…
ঠোঁট খুলে যায়। বুকদুটো দু’পাশে
কামড়ে ধরে চুমু খাওয়ার আওয়াজ।

চুল খােলাচুল দিগন্তে ডাক পাঠায়
মেঘের সেনা ঘােড়ার পিঠে সওয়ার
রক্ত গিয়ে ছিটকে লাগে ছাতায়
দরকার কী, এমন শ্রাবণ হওয়ার

খিদের মুখে জিভ বাপের ব্যাটা।
সবাই তােমায় আদর করে দিত…
তখন আমার হাতের মুঠোয় ব্যথা,
সেসব আমি লিখতে পারিনি তাে!

লিখতে গেলেই সর্বনাশ হাওয়া
ঝাপটা এসে উল্টে দেবে খাতা ।
মেঘ ডেকেছে। শরীরে তার আওয়াজ…
রক্ত এসে ছিটকে লাগে ছাতায়!

[A]

1 thought on “যে ছেলেটি বন্ধু নয় – শ্রীজাত”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।