Skip to content

মোহনার বালি – ঝিলিক চক্রবর্তী

লালমাটি ধানক্ষেত ছুঁয়ে
সন্ধ্যা নামে আকাশে আমার,
পাতা-ফুলে জটিলতা রেখে
বালিতটে ঢেউ ফিরে যায়,


আবছায়া ভেদ করে করে
ভুলে যাই কোথায় ছিলাম ।
মোছে দিন নকল আবহে
চল তবে জীবন পোড়াই ।।


তোর চোখে মোহনার বালি
ছলছল ঢেউ যেন তার,
শুধু তুই ফিরে গেলি বলে,
শেষ রক্ষা হয় না আমার ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।