একলা হয়ে দাঁড়িয়ে আছি
… তোমার জন্যে গলির কোণে
ভাবি আমার মুখ দেখাব
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।
একটা দুটো সহজ কথা
….বলব ভাবি চোখের আড়ে
জৌলুশে তা ঝলসে ওঠে
বিজ্ঞাপনে,রংবাহারে।
কে কাকে ঠিক কেমন দেখে
…. বুঝতে পারা শক্ত খুবই
হা রে আমার বাড়িয়ে বলা
হা রে আমার জন্ম ভূমি।
বিকিয়ে গেছে চোখের চাওয়া
…. তোমার সাথে ওতপ্রত
নিয়ন আলোয় পণ্য হলো
যা কিছু আজ ব্যাক্তিগত।
মুখের কথা একলা হয়ে
…. রইলো পড়ে গলির কোণে
ক্লান্ত আমার মুখোশ শুধু
ঝুলতে থাকে বিজ্ঞাপনে।
[A]
কবিতার অর্থ জানতে পারলে বেশ ভালো হয়, অনেক কবিতার অর্থ বুঝি না
Mukh dheke jay biggapone kabitar at those bujhina, bujhte dile Khub bhalo hay
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে সময়ের কবিতা সময়ের সত্যিরূপ,অনবদ্য কবির কবি শৈলী
বার বার পড়ুন, ঝাড়া মুখস্থ না হওয়া পর্য্যন্ত l এবার আনমনে দরদ দিয়ে ছন্দে আবৃত্তি করার চেষ্টা করুন l অর্থ পরিষ্কার হবে l