Skip to content

মুখোশ – মোনালিসা

পাপোশ দেওয়ালে চিটিয়ে,
পাশে সোফা পেতে শুয়ে
পা মোছার কি দরকার ছিল?
দাঁড়িয়ে পা মোছা যেত না?

তোমার বাড়িতে নাহয় খান দশ
সোফা আছে,কিন্তু এখানে তো
কিনতে হল; আর ফেভি কুইকেও
তো এতোটা ফালতু খরচ হল।

কিসের লোভে করলে এমন?
পায়ের ধুলো মুছেছ, এবার
অবাধ বিচরন চালাতেই পারো,
সেটা বোঝাতে? না কি,
দৃষ্টিটা সরে গিয়ে শুধু যাতে
অদ্ভুত আচরনে আটকা পড়ে
কিছুক্ষন, তারই বন্দোবস্ত? না কি,
সিলেকশন বলে দৃষ্টি আকর্ষন?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Ads Blocker Image Powered by Code Help Pro

অ্যাড ব্লক পাওয়া গেছে!!

সত্যি বলছি, আমরাও বিজ্ঞাপন পছন্দ করিনা! কিন্তু বিজ্ঞাপন এই ওয়েবসাইটকে বিনামূল্যে চালাতে সাহায্য করে! 

দয়া করে অ্যাড ব্লকার বন্ধ করে পুনরায় লোড করুন।