Skip to content

মালঞ্চে আজ কাহার যাওয়া-আসা – কাজী নজরুল ইসলাম

[A]

খাম্বাজ দাদরা

মালঞ্চে আজ কাহার যাওয়া-আসা।
ঝরা পাতায় বাজে
মৃদুল তাহার পায়ের ভাষা॥
আসার কথা জানায়
ওই যে ফুলের আখর সবুজ পাতায়,
ওই দোয়েল শ্যামার কূজন কয় যে বাণী
ওই ওই ওই তার ভালোবাসা॥
মদীর সমীরণে
তার তনুর সুবাস পাই যে ক্ষণে ক্ষণে।
সবুজ বসন ফেলি
পরল ওই বন কুসমি-রঙা চেলি।
তাই বসুন্ধরায় জাগে
অরুন আশা
ওই ওই ওই আলোকের পিপাসা॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।