Skip to content

মাদল বাজিয়ে এল বাদল মেঘ এলোমেলো – কাজী নজরুল ইসলাম

[A]

মাদল বাজিয়ে এল বাদল মেঘ এলোমেলো
মাতলা হাওয়া এল বনে।
ময়ুর-ময়ুরী নাচে কলো জামের গাছে
প্রিয়া পিয়া বন-পাপিয়া ডাকে আপন মনে।।

বেত -বনের আড়ালে ডাহুকী ডাকে
ডাকে না এমন দিনে কেহ আমাকে;
একলা মনে টেকে না ঘরের কোণে।।

জঙ্গল পাহাড় কাঁপে বাজের আওয়াজে,
বুকের মাঝে তবু নুপুর বাজে;
ঝিঁঝি তার ডাকে ভুলে
ঝিম্‌ ঝিম্‌ ঝিম্‌ বৃষ্টির বাজ্না‌ শোনে।।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।