Skip to content

মরহাবা সৈয়দে মক্কি মদনি আল-আরবি – কাজী নজরুল ইসলাম

[A]

বেহাগ কাহারবা

মরহাবা সৈয়দে মক্কি মদনি আল-আরবি।
বাদশারও বাদশাহ নবিদের রাজা নবি॥
ছিলে মিশে আহাদে , আসিলে আহমদ হয়ে,
বাঁচাতে সৃষ্টি খোদার, এলে খোদার সনদ লয়ে;
মানুষে উদ্ধারিলে মানুষের আঘাত সয়ে;
মলিন দুনিয়ায় আনিলে তুমি সে বেহেশতি ছবি॥
পাপের জেহাদ-রণে দাঁড়াইলে তুমি একা,
নিশান ছিল হাতে ‘লা শরীক আল্লাহ্’ লেখা,
গেল দুনিয়া হতে ধুয়ে মুছে পাপের রেখা,
বহিল খুশির তুফান উদিল পুণ্যের রবি॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।