পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে?
বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দেব;
সন্ধে হলে বসবো দু’জন।
একটা দুটো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে…
মনে থাকবে?
এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?
আমি হবো উড়নচন্ডি
এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেব
মনে থাকবে?
পরের জন্মে কবি হবো
তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।
তোমার অমন ওষ্ঠ নিয়ে
নাকছাবি আর নূপুর নিয়ে
গান বানিয়ে
মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো
মনে থাকবে?
[A]
মনে থাকবে তো তোর?
মনে থাকবে তোর?
মনে থাকবে?
মনে কি থাকে সব! একতরফা প্রেমে!
মনে থাকবে 😥
আমার তো মনে থাকবে। তোমার থাকবে ক
কি ভয়াবহ ব্যাপার…
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেব
If you cry with deep pleasure
I will suck up all the water at a galance
তুমিও তো কেমন যেন ছিলে আগে জোনাকি পোকার আলোর মতো হঠাৎ করেই হারিয়ে গেলে, জীবন আমার অন্ধকারে আমাবস্যা কাটছে না যে। এক সমুদ্র চোখের জলে অভিশাপ তোমায় দিয়ে গেলাম, এই জন্মে মোর কষ্টের বদলে, পরের জন্মেও স্বর্গে থাক।
আচ্ছা সত্যি যদি মনে থাকে, খুব ভালো হবে……….
মনে কি আর রাখে সবাই?
রাখার জন্য জায়গা লাগে
আমায় একটু জায়গা দেবে তুমি?
মনে থাকা থাকি আজ থাক। বিরহের ফুল চিরদিন ফুটে যাক। আজও চাঁদ উঠুক, ভোর হোক, ফুল ফুটুক, তোর কথা মনে পড়ুক। বাকিটুকু আজ থাক।
মনে থাকা থাকি আজ থাক। বিরহের ফুল চিরদিন ফুটে যাক। লোকালয়ের মাঝে জনশুন্যতা আজ নিবিড় শান্তি দিয়ে যাক। মনে রাখা রাখি আজ থাক… বিরহেই ভালোবাসা কেটে যাক।
এক জনমের না পাওয়া সব আরেক জন্মে সত্যি পাব ?
পাই যদি তা রাখব মনে,
লক্ষ কোটি হাজার বার,
ঐ জনমে রাখব ধরে
শক্ত হাতে কঠিন করে
হৃদয় দিয়ে রাখব বেঁধে
Onek din ato sundor kobita porini.. joy hok kobir