Skip to content

মদির আবেশে কে চলে ঢুলুঢুলু-আঁখি – কাজী নজরুল ইসলাম

[A]

পিলু মিশ্র কাহারবা

মদির আবেশে কে চলে ঢুলুঢুলু-আঁখি।
মদির কার আঁখি।
হেরিয়া পাপিয়া উঠিছে পিউ পিউ ডাকি॥
আলতা-রাঙা পায়ে আলপনা আঁকে,
পথের যত ধূলি তাই বুক পেতে থাকে,
দুধারে তরুলতা দেয় চরণ ফুলে ফুলে ঢাকি॥
তারই চোখের চাওয়ায় গো দোলা লাগে হাওয়ায়,
তালীবন তাল দিয়ে যায় তাল-ফেরতায়।
আকুল তানে গাহে বকুল-বনের পাখি॥
তারই মুখ-মদের ছিটে
জোগায় ফুলে মধু মিঠে,
চাঁদের জৌলুসে তাহারই রওশনি মাখি॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।