Skip to content

ভুল করেছি ওমা শ্যামা বনের পশু বলি দিয়ে – কাজী নজরুল ইসলাম

[A]

  ভুল করেছি ওমা শ্যামা বনের পশু বলি দিয়ে।
(তাই)     পুজিতে তোর রাঙা চরণ এলাম মনের পশু নিয়ে॥
তুই যে বলিদান চেয়েছি
কাম-ছাগ ক্রোধরূপী মহিষ ;
তোর      পায়ে দিলাম লোভের জবা মোহ-রিপুর ধূম জ্বালিয়ে॥
দিলাম হৃদয়-কমন্ডলুর মদ-সলিল তোর চরণে,
মাৎসর্যের পূর্ণাহুতি দিলাম পায়ে পূর্ণ মনে।

ষড়্‌রিপুর উপচারে
যে পূজা চাস বারে বারে
সেই পূজারই মন্ত্র মা গো ভক্তরে দে শিখিয়ে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।