Skip to content

বৃষ্টির কাছে চাওয়া — লোকমান তাজ

বৃষ্টির কাছে আমার একটি চাওয়া,
তোমার ঝরা বর্ষণ-
ঝরে দিও নোংরা পাড়া।
বর্ষণ ঝরার মত ঝরে যেন পাপ,
মুছে গিয়ে হয় যেন-
খাঁটি নিষ্পাপ।
তুমি তো বাষ্প কুরাও,
ডোবা, পুকুর, বিল, ঝিল,
সাগরের নোনা পানি।
আর ঝরাও অমৃত ধারা।
অমৃত ঝরে আবার-
পাহার গিরি, পুষ্পের তরে।
কিছুটা ঝরে আবার-
পথের ধারে।
এমনি হয় যদি
তোমার চলার পথ।
তবে কেন রাখবে না,
আমার শপথ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।