Skip to content

বুকের ভিতর জ্বলছে আগুন – কাজী নজরুল ইসলাম

[A]

কাফি – ঝাঁপতালা

বুকের ভিতর জ্বলছে আগুন
দমকল ডাক ওলো সই।
শিগগির ফোন কর বঁধুরে
নইলে পুড়ে ভস্ম হই॥
অনুরাগ-দেশালাই নিয়ে
প্রেমের স্টোভ জ্বালতে গিয়ে,
আমার প্রাণের খোড়ো ঘরে
লাগল আগুন ওই লো ওই॥
প্রেমের কেরোসিন যে এত
অল্প জ্বলে, জানিনে তো!
কী দাবানল জ্বলছে বুকে
জানবে না কেউ আমি বই॥
প্রণয় প্রীতির তোষক গদি
রক্ষে করতে চায় সে যদি,
তারে আনতে বলিস মনে করে
আদর সোহাগ–বালতি মই॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।