Skip to content

বিলাপলিখন – টুটুল দাস

মরে যাওয়া পাখি মিছে বেঁধে রাখি বসন্তের গানে
আগুন রঙা ছাই হাঁটার জো নাই শহুরে ফাল্গুনে।
ডাকনাম ধরে ডেকো না আমারে, লোকাল ট্রেনে আর
আঁচলের তলা খোলা পিঠ-গলা রয় চাক্ষুষে সবার।
‘চলে যাবো’ বলে গিয়েছো কি চলে? একা নির্বাসনে
কোথা গড়বে সাম্রাজ্য? জর্জরিত রাজ্য ধর্ষণে ধর্ষণে।
ভুলে যাও শুধু আর যা যা ধূ ধূ সাহারার মতো
যেই মেয়ে হেসে খেলা খেলা বেশে প্রাণ দিল শত।
কলেজফেরা গলি, কিই বা এমন বলি এই দুপ্পুর বেলা
সারাটাদিন জুড়ে বোমাবারুদ ছুঁড়ে যুদ্ধ যুদ্ধ খেলা।
একা জাগি আমি, ঘুমাও কি তুমি সভ্যতার জঙ্গলে?
হায় হায় কবি! শুধু এঁকে ছবি কিই বা এমন পেলে?

নিভে যাওয়া বাতি কুয়াশার রাতি কবিতাও বৃথা
এইসব দিনে প্রেম বেঁচে-কিনে ভালো আছ সীতা?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।