Skip to content

[A]

শোন দেখি মন বাঁশের বাঁশির বুক ব্যেপে কী উঠছে সুর,

সুর তো নয় ও, কাঁদছে যে রে বাঁশরি বিচ্ছেদ-বিধুর॥

কোন অসীমের মায়াতে

সসীম তার এই কায়াতে,

এই যে আমার দেহ-বাঁশি, কান্না সুরে গুমরে তায়,

হায়রে, সে যে সুদূর আমার অচিন-প্রিয়ায় চুমতে চায়।

প্রিয়ায় পাবার ইচ্ছে যে,

উড়ছে সুরের বিচ্ছেদে।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।