বাঁদর বলে আদর করে
বিল্লুকে মা ডেকে,
বলেন -এবার ইস্কুলে যাও
বাঁদরামিটা রেখে।
দেখছি আমি তোমার মাথায়
একটুও নেই ঘিলু,
বাঁদররা কি ইস্কুলে যায়?
বলেই পালায় বিলু।
বাঁদর বলে আদর করে
বিল্লুকে মা ডেকে,
বলেন -এবার ইস্কুলে যাও
বাঁদরামিটা রেখে।
দেখছি আমি তোমার মাথায়
একটুও নেই ঘিলু,
বাঁদররা কি ইস্কুলে যায়?
বলেই পালায় বিলু।
সত্যি বলছি, আমরাও বিজ্ঞাপন পছন্দ করিনা! কিন্তু বিজ্ঞাপন এই ওয়েবসাইটকে বিনামূল্যে চালাতে সাহায্য করে!
দয়া করে অ্যাড ব্লকার বন্ধ করে পুনরায় লোড করুন।
দারুন শঙ্কর দা।
শুভেচ্ছা রইল।