Skip to content

বল সখী বল ওরে সরে যেতে বল – কাজী নজরুল ইসলাম

[A]

পিলু — খাম্বাজ কাহারবা

বল সখী বল ওরে সরে যেতে বল।
মোর মুখে কেন চায় আঁখি-ছলছল,
ওরে সরে যেতে বল॥
পথে যেতে কাঁপে গা
শরমে জড়ায় পা,
মনে হয় সারা পথ হয়েছে পিছল।
ওরে সরে যেতে বল॥
জল নিতে গিয়ে সই
ওর চোখে চেয়ে রই,
শান-বাঁধা ঘাট যেন কাঁপে টলমল।
ওরে সরে যেতে বল॥
প্রথম বিরহ মোর
চায় কি ও চিত-চোর?
চাঁদনি চৈতি রাতে আনে সে বাদল।
ওরে সরে যেতে বল॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।