Skip to content

বধুবরণ – অলোকরঞ্জন দাশগুপ্ত

পানের তলায় তোমার মুখ ঢাকা,
বাইরে আমি দাঁড়িয়ে,
পানে ঢাকা তোমার মৌন মুখ,
মুখর আমি বাইরে বাইরে ঘুরছি |

গোধুলি এলো গোখুররেণু মাখা,
হাত-বাড়ানো একটি ভিক্ষুক
চৌকাঠ মাড়িয়ে ;
ফিকির খুঁজে আমি তোমার দয়া কুড়োচ্ছি |

আমি তো এক শখের নিছক শব্দব্যবসায়ী,
আনন্দের ক্লান্তি আনে আমার চোখে ঘুম,
পানের তলায় ঢাকা তোমার মুখ
স্তব্ধকল্পদ্রুম |

জানলা ভেঙে চোখে পড়ল, এখনও সেই বেঁচে
পার্শিদের গোরস্থান — নিষ্ফলা পাষাণ,
চোখ ফেরালাম, দুটি পানের মন্দিরায় বেজে
তোমার মুখ বাঁচা-মরার অতল ঐকতান!

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।