Skip to content

পান্থ – শ্রীজাত

এমন কোনও পন্থা হয়, যেখানে তুমি ঠিক?
দাঁড়িয়ে ছিলে ফিরবে ব’লে, হারিয়ে গেছে দিক।

সকাল থেকে মুষলধার, বিষাদবর্বর
ফেরার কথা ভুলিয়ে দিল, যাদের ছিল ঘর
দিনের নাম বদলে দেয় পাহাড়সৈনিক –

এমন কোনও পন্থা হয়, যেখানে তুমি ঠিক?

কে যাবে ওই সন্ধেপারে, গরজে ঘনঘটায়
শুকিয়ে আসে গাছের মন, রাখালে প্রেম রটায়…
মেঘেরা আর কিছুই নয়, আকাশকরণিক

এমন কোনও পন্থা হয়, যেখানে তুমি ঠিক?

এখানে পথ আগন্তুক, পান্থবিয়োনী
পানীয়রং বাতাসে মুখ আন্তনিওনি’র…
কিছুটা তার ভ্রান্তি বটে। কিছুটা কাব্যিক।

এমন কোনও পন্থা নেই, যেখানে তুমি ঠিক।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Ads Blocker Image Powered by Code Help Pro

অ্যাড ব্লক পাওয়া গেছে!!

সত্যি বলছি, আমরাও বিজ্ঞাপন পছন্দ করিনা! কিন্তু বিজ্ঞাপন এই ওয়েবসাইটকে বিনামূল্যে চালাতে সাহায্য করে! 

দয়া করে অ্যাড ব্লকার বন্ধ করে পুনরায় লোড করুন।