Skip to content

পাগলা, ফাঁদে পা – সুব্রত পাল

পাগলা, সমুদ্দুর ! ভাসবি যদি চল্‌ –
মেঘ ভাবলে মেঘ। জল ভাবলে জল।

জ্বলতে এত সুখ চোখ জ্বলছে আজ –
রূপ ভাবলে রূপ। সাজ ভাবলে সাজ।

পাগলা, খালি গায় আছড়ে পড়ে চাঁদ –
যোগ ভাবলে যোগ। বাদ ভাবলে বাদ।

খেলতে মানা নেই সাজিয়ে নিয়ে ছক –
চুপ ভাবলে চুপ। বক্‌ ভাবলে বক্‌।

পাগলা, হট্টগোল ! শান্ত হয়ে বোস্‌ –
গুণ ভাবলে গুণ। দোষ ভাবলে দোষ।

সকালে তাজা প্রাণ সন্ধ্যে বেলা লাশ –
দূর ভাবলে দূর। পাশ ভাবলে পাশ।

পাগলা, হাতের পাঁচ ধরবি যদি ধর –
প্রেম ভাবলে প্রেম। ঘর ভাবলে ঘর।

আদর ছুঁয়ে মন শরীর পেতে চায় –
বুক ভাবলে বুক। আয় ভাবলে আয়।

পাগলা, ফাঁদে পা, এবার কিস্তিমাৎ –
দিন ভাবলে দিন। রাত ভাবলে রাত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।