Skip to content

নীল – সৃজা ঘোষ

জ্বরের মত সুন্দর উষ্ণতা চাই।
রুঘ্ন ঠোঁটের ভেতর ভেতর ক্লান্ত তবু,
চুম্বনে অরুচি নেই…
দুদিন হল স্নানহীন।
আদরে গা ভেজাও,
ফোন করো- উপবাসী
বিছানায় ঘুম-ঘুম কথা হবে দিন-রাত।
সমস্ত বিকেল এখন অন্য রূপকথায় বোনা…
রোদের মত সখ্যতা চায় পা।
জ্বর এসেছে।
ফাটা ঠোঁটের রোগ সারাতে-
আদিম এবং
‘অসভ্য’ হও…

সৃজা ঘোষের কবিতার পাতায় যেতেঃ এখানে ক্লিক করুন 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।