Skip to content

নতুন বছর – মোনালিসা

২০১৩’র মতোই সূর্য ওঠে, সন্ধ্যে হয়;
বাধ্য হয়ে মিথ্যে বিজ্ঞাপন ধারন করে
দেওয়াল গুলো,
কয়েক মিটার দূরে দূরে দাঁড়িয়ে থাকা
বোবা ল্যাম্পপোস্ট গুলো
গাল কুড়োয় ইলেক্ট্রিসিটিহীন বাসভূমির;

২০১৩’র মতোই সোমা’র বাবা বাড়ি ফেরেনা;
অপেক্ষার অগুনতি প্রহর কাটে ধূসর গন্ধে।

২০১৩’র মতোই অকাজ-কুকাজ চলতে থাকে;
জামিনের ছাড়পত্র পকেটে
প্রতিবাদী মিছিল চলে…

২০১৩’র মতো প্রায় সবটাই……
শুধু ৩ এর বদলে ৪।।

তাতেই রাশ রাশ রোশনাই;
চলো সেই মজলিসেই মাতি…

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।