Skip to content

ধুলোমাখা কিছু স্মৃতি – জারিফা জাহান

টুকরো টুকরো স্মৃতির কোলাজে
কিছু গভীর ক্ষতের অমলিন ওম |
নখের নরম আগায় ছুঁয়ে ফেলা
ইথার-সংকেত যত,যা কিছু বর্নাঢ্য সংলাপ
সমস্ত জুড়িয়ে গেছে | পড়ে আছে যত্সামান্য আঁচ,

নিস্তব্ধ কান্না,আর কিছু বোবা স্মৃতি |
অচেনা লাগে,পুরানো ক্লান্ত স্মৃতি
জেগে আছে,শুধু আমার অন্ধকূপে |
দেয়ালে পিঠ ঠেকেছে তাদের
যে পিঠে…..শুধুই অন্ধকার |

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।