Skip to content

দে জাকাত, দে জাকাত, তোরা দেরে জাকাত – কাজী নজরুল ইসলাম

[A]

দে জাকাত, দে জাকাত, তোরা দেরে জাকাত।
তোর দীল খুলবে পরে, ওরে আগে খুলুক হাত।।

দেখ পাক কোরান, শোন নবীজীর ফরমান–
ভোগের তরে আসেনিরে দুনিয়ায় মুসলমান
তোর একার তরে দেননি খোদা দৌলতের খেলাত।।

তোর দরদালানে কাঁদে ভুখা হাজারো মুসলিম,
আছে দৌলতে তোর তাদেরও ভাগ–বলেছেন রহিম,
বলেছেন রহমানুর রহিম, বলেছেন রসূলে করীম,
সঞ্চয় তোর সফল হবে, পাবিরে নাজাত।।

এই দৌলত বিভব -রতন যাবে না তোর সাথে,
হয়তো চেরাগ জ্বলবে না তোর গোরে শবে-রাতে ;
এই জাকাতের বদলাতে পাবি বেহেশ্‌তি সওগাত।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।