Skip to content

দুঃস্বপ্নের দালানকোঠা – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

আমার এখন সমস্তটাই স্মৃতিসৌধ,
হৃৎপিন্ডে পিন ফোটানো
কালো ব্যাজের মৌন বিষাদ,
একুশে ভোর, নগ্ন পায়ে শহীদ মিনার,
আমার এখন সমস্তটুক্ এক মিনিটের নীরবতা।

দু’চোখ বেয়ে রাত্রি ঝরে, পাংশুটে রাত,
রক্তমাখা চাঁদের দেহে জোৎস্না উধাও,
উল্টে পড়ে রোদের বাটি,
আমার এখন আকাশ জুড়ে দুঃস্বপ্নের দালানকোঠা।

উঠোনে সাপ
অবিশ্বাসের ভীষণ কালো রক্তজবা,
লকলকে জিভ,
এখন আমার সমস্তটাই লখিন্দরের লোহার বাসর।

আঙুলগুলো ঝ’রে পড়ছে হাত থেকে ফুল,
ঘরের পাশে লক্ষèীপ্যাঁচার ধাতব গলা,
আমার এখন শঙ্খচিলের কান্নাভেজা দুপুরবেলা,
শূন্য খা-খা একাকী মাঠ,
ঘাসের ডগায় নীল ফড়িং-এর নিমগ্নতা।

আমার এখন হৃদয় শুধু হৃদয় বোলে
দু’হাত মেলে চাতক পাখি…
আমার এখন বুকের ভেতর
কবর শুধু কবর খোঁড়ার ভারি শব্দ।
দু’চোখ বেয়ে সকাল ঝরে, উল্টে পড়ে স্বপ্নবাটি।
আমার এখন নিজের মধ্যে নিজের কফিন,
সমস্ত রাত করাতকলের কষ্টধ্বনি-
এখন আমার সমস্তটাই পিরামিডের মগ্ন মমি।

2 thoughts on “দুঃস্বপ্নের দালানকোঠা – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ”

 1. #কবিতা_আমার_ভাঙ্গাচিত্ত
  #কবি_জয়সেন_চাকমা
  আমি অবহেলিত
  নিষ্ফল জনম আমার
  যেন পরদেশে করি ভিক্ষে
  সময় কাটে কুক্ষণে
  সুখের পরিহরি
  ভিখারী
  আমি যেন ভিখারী
  আমী কৃলের দেশে হারিয়ে যায়
  ক্ষুদ্র স্থরে আমি
  আমি পাই ক্ষুদ্রে ঠাঁই
  অপমানিত আমি
  দেহ ছিন্ন
  ছিন্ন
  নাইকো
  কল্যাণী
  কোথায় আজি মোরে বাচার গুণী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।