Skip to content

দীওয়ান-ই-হাফিজ – ০১ – কাজী নজরুল ইসলাম

(১)

কোন বেদনায় নিলাম বিদায় ‘দিলজানী’ আর দিল জানে
বদ-নসিবের দানাদানি টানছে সে কোন দূর টানে॥
তোমার সিঁথির মতির মতন নজর দেবো অশ্রু বুঁদ।
সেই দূতীরে, সালাম তোমার পৌঁছাবে যে মোর পানে॥
এসো প্রিয়া, আশিস মাগি, আমার সাথে হাত ওঠাও,
তোমার প্রাণে বিশ্বাস আসে, আসেন খোদা মোর ত্রাণে॥
মোদের পরে জুলুম যদি করেই জাগে ঈর্ষাতুর,
ভয় কী সখী, মোদের খোদা শোধ নেবে তার সেইখানে॥
তোমার শিরের কসম শিরিঁ তোমার নেশা টুটবে না,
যদিই ‘তামাম জাহান’ জুটে শির পরে মোর তির হানে॥
জান কি সই, কেনই আমায় ফেরায় গ্রহ দিগ্‌বিদিক?
তোমার পানে মন টানে মোর, ঈর্ষা জাগে ওর প্রাণে॥

ব্যথিত আমি, বুকের আমার ব্যথার খবর দেয় গো ওই
তৃষ্ণার্ত ঠোঁট সিক্ত আঁখি শুষ্ক মুখের উদ্যানে॥
খুবসুরত ওই রূপের তারিফ লিখনু যেদিন, সেই হতে
আমার বইয়ের পাতার কাছে ফুলের পাতা হার মানে॥
‘মাশুক’ আমার আসুক ফিরে সুস্থ দেহে জলদি গো,
আসবে হেসে কখন পাশে শিস দেবে সুখ সিস্তানে॥
দোহাই খোদার! কোথায় হাফিজ, যদিই গো কেউ জিজ্ঞাসে,
বলো – পথিক গেছে কেঁদে আমা হতে দূর পানে॥

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।