Skip to content

তোমার আমার যখন – সুদেব ভট্টাচার্য

তখন তোমার বয়স-ই বা কত
যখন আমি ছাতিম বাসে মাতি ।
তোমার ওখানে যখন শরৎ এলো
আমি তখন পরেছি বর্ষাতি ।

তুমি যখন কবি, আমি নিরক্ষর ।
তোমার লেখা যত্নে তুলে রাখি
আমি ঘর গুছলে তুমি যাযাবর
বাসা বাঁধেনি পরিযায়ী পাখি ।

তোমার ছিলো উড়বার ডানা
আমি শুধু বন্দী । পালকহীন।
তোমার স্বপ্ন মাটি ছুয়েছিল বলে
আমি ক্ষতে মেখেছি বোরোলিন ।

তুমি স্থির গম্ভীর, আমি ক্রমে দূর
মাঝখানে খাদ, নেই প্রপাতের শব্দ
জানিনা তোমার ছায়াপথ শেষে কী?
আমার সামনে দিশাহিন দির্ঘাব্দ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।