Skip to content

তুমি – ইশরাত তানিয়া

তোমাকে আমি বাতাস-পোড়া দুপুর দিব, এসব দুপুর
তুমি যদি ছুঁয়ে দাও মেঘ হবে, নিশ্চিত টাপুর-টুপুর,
বঙ্গ, দ্রাবিড় কিংবা মগধ আমি দিতে পারি, প্রাচীন নগরী
হবে আসমুদ্রহিমাচল তুমি যদি তাকাও এখনি,
নীল ছায়াপথে শ্যামল-লোহিত কিছু গ্রহ পেতে পারো
তুমি হাত বাড়ালেই গ্রহ গুলো গুঁড়ো গুঁড়ো পান্না- চুনি।
এক মুঠো বজ্রসহ বৃষ্টি তোমাকে দেয়া যেতে পারে-
যদি একান্ত বাধ্য থাকো ভেবে দেখতে পারি আমি;
এসব ঝলকানো বজ্র-বিদ্যুৎ হবে করুণ সোনাঝুরি
যদি তুমি রুমাল উড়াও, উফ্, তুমি যে কি চূড়ান্ত তুমি!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।