Skip to content

তাঁবু – তুষার কবির

ওখানে পড়ে আছে যে ঘুমের ঘুঙুর;
মদ মোহ প্রেম কাম ও মধু
যারা শুধু চাইছে কেবলি আজ ডুবে যেতে।
অভ্র, ভায়োলিন আর ভ্রমরের স্বরে

তাদের আস্তিনে দেখো জমে আছে ।
সিরামিক রােদ, পরিযায়ী তিতিরের ডানা
ওষ্ঠের কুঠুরি খুলে তারা জরে করে ।
লালাভ দ্রাক্ষার রসে, চকমকি প্রিজমের কণা!

তন্দ্রালস তুন্দ্রাঞ্চল থেকে উঠে আসা
এই তাঁবু নভোনীল থেকে দেখা যাচ্ছে।
ঠান্ডা বরফ কুটির ঝলসানো হরিণীর ঘ্রাণে
শিকারি বোনের রক্ত মেতে ওঠে কুহক বিভ্রম!

তাবুর নিচে আজ চাইছি দু’হাতে
সাদা শাবক ডানা, মেদহীন তরুণীর নাভি
কোয়েল যেভাবে ঘুম দেয় সেই
পালক ছড়ানো ঘুম- স্বর্গভ্রষ্ট ডাকিনীর চাবি!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।