Skip to content

চমকে চপলা মেঘে মগন গগন – কাজী নজরুল ইসলাম

[A]

চমকে চপলা, মেঘে মগন গগন।
গরজিছে রহি রহি অশনি সঘন।।

লুকায়েছে গ্রহতারা, দিবসে ঘনায় রাতি,
শূন্য কুটির কাঁদি, কোথায় ব্যথার সাথী,
ভীত চমকিত চিত সচকিত শ্রবণ।।

অবিরত বাদল বরষিছে ঝরঝর
বহিছে তরলতর পুবালী পবন।
বিজলি -জ্বালার মালা পরিয়া কে মেঘবালা
কাঁদিছে আমারি মত বিষাদ-মগন।।

ভীরু এ মন-মৃগ আলয় খুঁজিছে ফিরে,
জড়ায়ে ধরিছে লতা সভয়ে বনস্পতিরে,
গগনে মেলিয়া শাখা বন-উপবন।।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।