আকাশ ঢেকেছে আজ
মেঘেদের ওড়নি।
আমাদের ছেড়ে গেল হাত।
সামনে দুরন্ত ঘূর্ণি।
অন্ধকারে গুলিয়ে উঠছি,
চাইছি আকাশ পানে।
বৃত্ত আমার বিন্দু হচ্ছে-
শুধু তুমি থাকো ঘূর্ণির মাঝখানে।।

ছবি—লেখিকা
আকাশ ঢেকেছে আজ
মেঘেদের ওড়নি।
আমাদের ছেড়ে গেল হাত।
সামনে দুরন্ত ঘূর্ণি।
অন্ধকারে গুলিয়ে উঠছি,
চাইছি আকাশ পানে।
বৃত্ত আমার বিন্দু হচ্ছে-
শুধু তুমি থাকো ঘূর্ণির মাঝখানে।।
ছবি—লেখিকা