Skip to content

ঘুম ভাঙার পর – সুনীল গঙ্গোপাধ্যায়

ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায়।
হলুদ-তেল মাখা একটি সকাল,
ঝর্নার জলে বৃষ্টিপাতের মতন শব্দ
ঝুল বারান্দার সামনের বাগানে কেউ হাসছে
শীতের রোদ্দুরের মতন।

কিছু ভাঙছে, কিছু খসে যাচ্ছে
বইয়ের পাতায় কার আঙুল, এখুনি যাবে অন্য পাতায়।
দিগন্ত থেকে ভেসে আসছে বিসর্জনের সুর
ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায়।

2 thoughts on “ঘুম ভাঙার পর – সুনীল গঙ্গোপাধ্যায়”

    1. দেখুন সবসময় সব কবিতা ওয়েব পেজে দিয়ে ওঠা সম্ভব হয়ে ওঠেনা। কিন্তু আমাদের ফেসবুক পেজে প্রতিদিন নতুন কবিতা দেওয়া হয়। তাই আপনি আমাদের ফেসবুক পেজ ফলো করলে সেখানে সুভাষ মুখোপাধ্যায় এর কবিতা পেয়ে যাবেন। ধন্যবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।