Skip to content

গ্রীষ্ম – শ্রীজাত

এমন শুয়েছ, যেন অতীতের কাচ…
রোদে ভেসে থাকা মুখ, তুলে নিলে ছাঁচ।
কী হবে বিপ্লব তাতে? হবে কি বিদ্রোহ?
ভালবাসা কিছু নয়। বিষাদের মোহ।

তুমি থেকো গ্রীষ্ম হয়ে, আমি অপথিক।
যার যাওয়া নেই, তার সমস্তই ঠিক।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।