Skip to content

গেরো – সৃজা ঘোষ

ফেরার তাড়া নেই-
ঠান্ডা রিসিভার।
জোলো গা বাড়ালেই,
আদর ছারখার
       রাতে রোজ…

শরীরে মজ্জায়-
হাড়েরা মৃত সব।
প্রেমিক খোলা পায়
নিথর কলরব-
       মিথ্যে সাজগোজ…

এদেশে নুন নেই।
ফ্যাকাশে খাদ্য।
ঘেয়ো এ পলিটিক্স-
বাজাবে বাদ্য
       বুঝে নাও…

মিছিল থাকলেই,
রক্ত ঠুনকো-
কথা না রাখলেই,
আমিও খুনখোর।
       শান দাও…

‘কবিতা-তলোয়ার’-এ
তাই তো লিখছি।
নাহয় কম ধারে,
মৃত্যু শিখছি
       খুরধার…

ফুসফুস ভুলে যেই
না বুঝে গর্জায়,
স্লোগান হারাতেই
অমোঘ তর্জায়
       বেহায়া সর্দার…

সৃজা ঘোষের কবিতার পাতায় যেতেঃ এখানে ক্লিক করুন 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।