Skip to content
[A] 
আসিলে    কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি।
  ও চরণ    ছুঁই কেমন হাতে মোর মাখা যে কালি॥
  দখিনের    হালকা হাওয়ায় আসলে ভেসে সুদূর বরাতি
 শবে-রাত    আজ উজালা গো আঙিনায় জ্বলল দীপালি॥
 তালিবান    ঝুমকি বাজায়, গায় মোবারক-বাদ৪ কোয়েলা।
  উলসি    উপচে পলো পলাশ অশোক ডালের ওই ডালি॥
প্রাচীন ওই    বটের ঝুরির দোলনাতে হায় দুলিছে শিশু।
 ভাঙা ওই    দেউল-চূড়ে উঠল বুঝি নৌ-চাঁদের ফালি॥
 এল কি    অলখ-আকাশ বেয়ে তরুণ হারুণ-আল-রশীদ।
 এল কি    আল-বেরুনি হাফিজ খৈয়াম কায়েস গাজ্জালি৫॥
 সানাইয়াঁ    ভয়রোঁ বাজায়, নিদ-মহলায় জাগল শাহজাদি।
 কারুণের    রুপার পুরে নূপুর-পায়ে আসল রূপ-ওয়ালি।
 খুশির এ‍    বুলবুলিস্তানে মিলেছে ফরহাদ ও শিরীঁ।
  লাল এ    লায়লি লোকে মজনুঁ হরদম চালায় পেয়ালি॥
 বাসি ফুল    কুড়িয়ে মালা না-ই গাঁথিলি, রে ফুল-মালি!
  নবীনের    আসার পথে উজাড় করে দে ফুল ডালি॥
পদ্মা
২৭.২.২৭
[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।