Skip to content

ক্যারাটে – অমিয় আদক

চেহারা খ্যাংরা কাঠি,
থাকি আমি পরিপাটি,
পড়াশোনা থেকে বেশি
চাই খেলতে।
কেন যে এমন হয়?
পার বলতে?
ক্যারাটে শিখতে চাই।
টিচার বা কোথা পাই?
নিজেই তো করে যাই
স্যাডো প্র্যাকটিস।
এলোমেলো ছুঁড়ি হাত
বলি ঢ্যাঁস ঢ্যিঁস।
মার্শাল আর্ট এটা
দরকার শিখে রাখা
জানি না কখন ভাই
কপালে জুটবে ঠেকা।
অ্যাটাক ও প্রতিরোধ,
দুটোই লাগবে কাজে,
এ শুধু ব্যায়াম নয়,
এটাকে ভেবো না বাজে।


কবি অমিয় আদকের পাতায় যেতেঃ এখানে ক্লিক করুন 

1 thought on “ক্যারাটে – অমিয় আদক”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।