Skip to content

কুহু কুহু কুহু বলে মহুয়া-বনে – কাজী নজরুল ইসলাম

[A]

কুহু কুহু কুহু বলে মহুয়া-বনে।
মাধবী চাঁদ এলে পূব গগনে।

দুলে ওঠে বনান্তে,
আসিলে কে পান্থ,
তব পদধ্বনি অশান্ত হে
শুনি মম মনে।।
বাতায়নে প্রদীপ জ্বালি’
আসা-পথ চাহি,
প্রহর গণি, গান গাহি।

এলে আজি নিশীথে
দেখা দিতে তৃষিতে,
শুনি দশদিশিতে
বাঁশি তব ক্ষণে ক্ষণে।।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।