Skip to content

কালান্তর – অলোকরঞ্জন দাশগুপ্ত

ইন্ডিয়া যবে গেল ইন্টারনেটে
পাড়ার ছেলেরা গড়াগড়ি খেয়েছিল
ন্যু-মার্কেটের মসৃণ কার্পেটে,
আমি কাপুরুষ পালিয়ে গিয়েছিলাম
অরণ্য খুঁজে ল্যাটিন আমেরিকায়
সেখানেও দেখি ইন্টারনেট হায় |

ইন্ডিয়া গেল ইন্টারনেটে যবে
পাড়ার ছেলেরা ভুল শারদোত্সবে
আবির মাখাল ও ওর শরীরে আর
অনলাইনে জুড়ে দিল মল্লার,
তক্ষুনি আমি লোকসংগীত খুঁজে
আফ্রিকা গেছি, সেখানেও একই দশা |

ইন্টারনেটে গেল যবে ইন্ডিয়া
তিনদিন আমি রইলাম চোখ বুজে,
তখুনি আমার বিধুর সে শোওয়া-বসা
তুলে নিয়ে এক সুচতুর সিন্ধিয়া
মুনাফা লুটেছে এই ইন্ডিয়াতেই,
আমারই এখন থাকার যায়গা নেই |

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।