Skip to content

কানারামপুর – জালাল উদ্দিন মুহম্মদ

অবাক কান্ড
বড় বড় রাজপথগুলো ঢুকে যাচ্ছে কানাগলির ভেতর
সুড়সুড় করে ঢুকে যাচ্ছে একে একে
শরীর গলিয়ে ঢুকে যাচ্ছে
মুখে রং-পাউডার মেখে সঙ সেজে ঢুকে যাচ্ছে!

কেউবা সরাসরি মুখোশ লাগিয়ে ঢুকে যাচ্ছে কানাগলির ভেতর
পোষা কুকুরগুলো ঢুকে যাচ্ছে নীরবে
আধকানাগুলি ঢুকছে গা ঠেসাঠেসি করে
শিয়াল পন্ডিতেরা ঢুকে বসে আছে সূর্য উঠার আগেই
দু’মুখো সাপেরা ভাবছে, দেখি কী হয়!
কেউ রিপোর্ট করছে, কানাগলি আর কানাগলি নেই-
যেমন, ভূতের গলিতে ভূত নেই ।
হা ভগবান! এতো দেখি সুপ্রাচীন মহীরুহ
কালের খেয়া- সেও ঢুকে যাচ্ছে অবলীলায়!
সেইসাথে কলের গান, উলু, আযান, মীযান ঢুকে যাচ্ছে কানাগলির ভেতর
কাজঘর, ক্লাবঘর, গোয়ালঘর, ছবিঘরগুলো সঙ্গী সাথী নিয়ে ঢুকে যাচ্ছে ..
আর, গলিমুখে উৎসুখ জনতাকে ঠেলে দেবে বলে
একটা ক্রেন ভাড়া করেছে ঠিকাদার-
কানা রাম নুন দিচ্ছে
ক্রেন ঠেলে দিচ্ছে স’বে কানা গলির ভেতর;
রাতকানাদের পাশে দাঁড়িয়েছে দিন-কানারা সব
কানকাটারাও বাকি নেই।
কানাগলিতে উৎসব চলছে –
কানাদের কানাকানি হবে বেশুমার, অতঃপর
খুলে দেয়া হবে শ্রবণ যন্ত্রের তার
হিসহিস করে গলির ভেতর চলে আসে সব গণ ও মনোতন্ত্র….
এমনি করে সোনার ভূমি
কানাগলির কানা রামের পদ চুমি
আজ এক কানারামপুর!
ডানকানা, বামডকানা আর
জানা-অজানা কানাদের এ এক স্বর্গপুর..
খুব জানতে ইচ্ছে করে
একটা চোখ-ফোটা ভোর আর কতো দূর?

1 thought on “কানারামপুর – জালাল উদ্দিন মুহম্মদ”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Ads Blocker Image Powered by Code Help Pro

অ্যাড ব্লক পাওয়া গেছে!!

সত্যি বলছি, আমরাও বিজ্ঞাপন পছন্দ করিনা! কিন্তু বিজ্ঞাপন এই ওয়েবসাইটকে বিনামূল্যে চালাতে সাহায্য করে! 

দয়া করে অ্যাড ব্লকার বন্ধ করে পুনরায় লোড করুন।