Skip to content

কযেকটি স্বপ্ন – জারিফা জাহান

১)

একটা সুন্দর হলদে সকাল | ছোট্ট টিপ,হাল্কা কাজল আর চুলটা বেঁধে বেরিয়েছি অফিস এর জন্য |
বাসে প্রচন্ড ভিড় |
কিনতু ভিড়ের মধ্যে কোনো কিলবিলে হাত নেই,নেই কোনো দুর্ভেদ্য নজরের কালকূট বিষ কিংবা বিকৃত কামুক মন্তব্য |

২)

রাত ১১ টা | ইস্ বড্ড দেরী হয়ে গেল আজ অফিস থেকে বেরোতে |
‘ ট্যাক্সি -ই-ই -ই ——-কামালগাজি যাবে ? ‘
‘যাব মা,এতদূর যাবে ,রাত হয়ে গেছে,আর দেরী কোরনা |’
বড় রাস্তার মুখে বাড়ি ঢোকার কানাগলিটায় থম মারা নিওন আলো মুখে এসে পড়েছে ছেলেটার-ওর দৃষ্টির ন্যুব্জতায় ফুটে ওঠে প্রতিশ্রুতিলেখা-‘সাবধানে ফের বোন ,শুভ রাত্রি |’

৩ )

তমাল -রাজিয়া |দুজনে যাকে বলে ‘লাভ -বার্ডস ‘ |
আজ ওদের বিয়ে |
না,ওদের গ্রামের খাপ-পঞ্চায়েতে ‘অনার -কিলিং’ এর প্রসঙ্গ ওঠেনি |
বিয়ে বাড়িতে,পাড়ায়,বাজারে কোথাও কোনো ফিসফাস নেই |
‘সেকুলারিজিম ‘ এর মুখোশ পড়া সভ্য সমাজ আজ যেন অবিনাশী সভ্যতা ফলের গর্ভকেশরের ঘুমকেন্দ্রিত পুতুল |

৪)

কোনো এক ‘নির্ভয়া’ |
পুজোর ভাসানের পর উন্মত্ত মাতালের দল কেড়ে নিয়েছিল যার কামিনী-সত্তাকে |
না,এরপর কোনো দলাদলি-রাজনীতি হয়নি |
কেউ বলেনি মেয়েটার ই দোষ- ও ‘প্রভোকেটিভ ড্রেস’ পরেছিল ,
বরং ভেবেছে জয়শ্রী-উল্লাসের পৈশাচিক ভ্রান্তবীর্য গিলে ফেলেছে ছেলেগুলোকে -প্রেতলোকের নপুংসক ওরা |

৫)

নীনাকে অনেকদিনের পছন্দ পাড়ার উঠতি মস্তান রাজুর |
কিনতু বারেবারে প্রত্যাখ্যাত সে |
না,পৌরুষত্বের প্রমাণ দিতে ও অ্যাসিড-পোড়া ‘রিভেঞ্জ’ নেয়নি,
ওর ধমনীতে যে কোথাও বালুকা-বুনন -‘নারী তোমার জন্মদাত্রী,নারী দেবী,নারী প্রেম,নারী প্রকৃতি |’

৬)

রোহন খুব খুশি আজ | আজ যে ওকে মেয়েটা হ্যা বলেছে |
সবাই জানে মেয়েটা ‘ধর্ষিতা’ |
কিনতু মোমবাতি মিছিলে হাঁটা শত শত ‘সভ্য’ ম্যানেকিনের ভিড়ে
পরিমাপের কম্পাস এড়িয়ে রোহন জানে শুধু ভালবাসা-
কৃশ ভিক্ষাপাত্রের মত করুণা নয়,যে ভালবাসায় জ্বলে ওঠে মনুষ্যত্বের গভীর সারেং |

আজ আর কোথাও কন্যা-ভ্রুণ হত্যা হয়না | মুখ্য পুরুষতন্ত্রের অবিমৃষ্যকারিতা নেই |
দুপাশ থেকে বয়ে গেছে আগুন রঙা সময়-নির্দেশক |
চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি,আর স্বপ্ন-প্রবন্ধ ছাপা হতে থাকে আমার ভিতর |

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।