Skip to content

কবিকন্যা – জয় গোস্বামী

শক্তির মেয়ের সঙ্গে প্রেম করব স্বপ্ন ছিল যুবক বয়সে
শ্রোতার আসনে বসে মঞ্চে দেখা শক্তিকে দু’বার।
কন্যাটিকে একবারও নয়।
তবু ইচ্ছে,ইচ্ছে-সার,মন গাছের গোড়ায় ঢাললেই
ফুল ফুটতে দেরির কী আছে!
শক্তিদা বলার মতো সম্পর্ক যখন হল তখনও কবিকে সীমাহীন
দূরের সম্ভ্রমে রাখি।ভালোবাসি আরো সীমাহারা।
কর্মসূত্রে যে-সাক্ষাৎ,তাকে রেখে আসি কর্মস্থলে।
বাড়িতে একবার যাওয়া, জন্মদিন ভিড়ে সরগরম।
শুনেছি কন্যাটি পড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
দু’বার যাদবপুরে তার আগেই মুখ পুড়িয়েছি
অতএব ওদিকে না… অনত্র সন্ধান করা ভাল…
দেখলাম একবার মাত্র।শেষযাত্রা চলেছে কবির…
ফুল ভরতি লরির ওপরে
ফাল্গুনের হেলে পড়া রোদ সে-দুহিতা
হাত দিয়ে আড়াল করছে বাবার মুখের সামনে থেকে…
সেই দেখা শ্রেষ্ঠ দেখা।শোকার্ত মুখটিও মনে নেই।
মনে আছে হাতখানি।জগতের সকল কবির
কন্যা সে-ই – সকলের আঘাত, বিপদ
আটকায় সে-হাতপাখা-আজ বুকুনেরই মুখে
শক্তি চট্টোপাধ্যায়ের আত্মজাকে দেখতে পাই-
যখন বুকুন ওড়না দিয়ে
ট্যাক্সির জানলায় আসা রোদ থেকে আমাকে বাঁচায়।

[A]

আরও পড়ুনঃ জয় গোস্বামী কবিতা সমগ্র

1 thought on “কবিকন্যা – জয় গোস্বামী”

  1. কল্পতরু!
    নিথর দেহ আজ সজিব প্রাণরস পেলো
    জীর্ণ দেহ শূন্য মূর্তি মনুষ্যের রুপ নিলো
    বিষবৃক্ষের ভ্রমর
    যোগাযোগের ডুমু
    পুতুল নাচের ইতিকথার কুসুম
    অপরাাজিতা-র সব ভালোবাসা
    আজ এক হয়ে তোমার উঠোনে
    তোমার সেই টানা টানা যুগলচোখ
    কেড়ে নিয়েছে আমার ঘুমচোখ
    মায়াবী তব ঐ মুখ
    মেঘ কালো কেশ
    পুরুষের পরাজয়নামা সেই হাসি
    আমার আমি তোমাতে হয়েছি বিলীন
    তুমি আমার দীনতার মধ্যে গৌবর,
    দারিদ্রের মধ্যে ঐশ্বর্য,
    গোলামির মধ্যে প্রভুত্ব,
    ক্ষুধায় তৃপ্তি,
    দাসত্বের মধ্যে স্বাধীনতা,
    তিক্ততার মধ্যে মিষ্টতা,
    মৃত্যুর মধ্যে জীবন।
    তুমি আমার বেহুলা,আমি তোমার লকখিন্দর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Ads Blocker Image Powered by Code Help Pro

অ্যাড ব্লক পাওয়া গেছে!!

সত্যি বলছি, আমরাও বিজ্ঞাপন পছন্দ করিনা! কিন্তু বিজ্ঞাপন এই ওয়েবসাইটকে বিনামূল্যে চালাতে সাহায্য করে! 

দয়া করে অ্যাড ব্লকার বন্ধ করে পুনরায় লোড করুন।